ইমরুলের বিষয়ে নির্বাচকরাই ভালো বুঝবেনঃ মাশরাফি

ই-বার্তা ডেস্ক।।  আসন্ন নিউজিল্যান্ড সফরে ঘোষিত দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের।  দল থেকে বাদ পরার পর একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে কায়েস বলেন, যদি কখনও দেখি জাতীয় দলে ফেরার আশা নেই তখন ক্রিকেটকেই বিদায় বলে দেব। 

নিউজিল্যান্ড সফরে দল থেকে ইমরুল কায়েসের বাদ পড়া নিয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘যাকে নিয়ে আমাকে বলবেন আমি অবশ্যই ইতিবাচক কথাই বলব।  যাদের কথা হচ্ছে সবাই ভালো প্লেয়ার।  বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে ইমরুলের অনেক অবদান আছে। নির্বাচকরা আছেন, আশা করছি সবাই মিলে সঠিক সিদ্ধান্তটাই নেবেন।  ইমরুল হলে অবশ্যই ভালো, সে সাম্প্রতিক সময়ে পারফর্ম করেছে।  বাকিটা সিলেকটররা আছেন।  তারা দেখবেন।’

 

উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে।  আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু