শ্রীলঙ্কায় হামলার মূলহোতা জাহরান হাশেমের ১৮ স্বজন নিহত!
ই-বার্তা ডেস্ক।। শ্রীলংকায় ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার সন্দেহভাজন মূলহোতা জাহরান হাশেমের বোন বলেছেন, ওই ঘটনার পর থেকে তাদের পরিবারের ১৮ সদস্য নিখোঁজ রয়েছেন। তারা নিহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।
গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় ২৫৩ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। এর পর এক সপ্তাহ কেটে গেলেও আরও হামলা আসতে পারে এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
এ হামলার মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে মোহাম্মদ জাহরান হাশেম নামের এক ব্যক্তিকে। তার বোন হাশেম মাথানিয়া বলেন, সপ্তাহের শুরুতে পুলিশ স্টেশনে ছবিতে শরীরের বিভিন্ন অংশ দেখে তার ভাইকে শনাক্ত করতে পেরেছেন। তিনি বলেন, হামলার পর পাঁচ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে আমার তিন ভাই, বাবা ও আমার বোনের স্বামী।
এর আগে দেশটির পূর্ব উপকূলে রাতে ব্যাপক বন্দুকযুদ্ধের পর ছয় শিশুসহ ১৫ জনের মরদেহ পাওয়া গেছে।
সেনাবাহিনীর মুখপাত্র সুমিথ আটাপাট্টু বলেন, সেনাবাহিনী একটি ঘরে ঢুকতে চাইলে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি শুরু করেন। আমাদের পাল্টা গোলায় দুই বন্দুকধারী নিহত হন। এছাড়া বন্দুকযুদ্ধের ভেতরে পড়ে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু