ময়মনসিংহে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

ই-বার্তা ডেস্ক।।  ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে খোকন মিয়া নামের এক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

রোববার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা।  এ সময় গৌরীপুর থানার চার এএসআই ও এক পুলিশ কনস্টেবলকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। 

রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জিন্নত বলেন, সাদা পোশাকে একদল পুলিশ বাসস্ট্যান্ডে ব্যবসায়ী খোকন মিয়ার দোকানে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়। প্রথম দফায় খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে এক পুলিশ সদস্য জানায় বৈদ্যুতিক তারের কয়েলের ভেতর মাদক রয়েছে।  এরপর তাকে চড়-থাপ্পড় মেরে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়েন। 

প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিলেও পুলিশকে যেতে দেননি এলাকাবাসী।  জনতার ধাওয়া খেয়ে অটোটেম্পু মালিক সমিতির কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেই তাদের আটকে রাখেন স্থানীয়রা।

পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন, এএসআই আব্দুল আউয়াল, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুহুল আমিন ও কনস্টেবল আল আমিন।

এরপর রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাখের হোসেন সিদ্দিকী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার উত্তেজিত জনতাকে বিচারের বিষয়ে আশ্বস্ত করায় এলাকাবাসী অবরোধ তুলে নেন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু