আল-আহরাম মসজিদকে নাইট ক্লাব বানিয়েছে ইসরাইল

ই-বার্তা ডেস্ক।।  ফিলিস্তিনিদের ঐতিহাসিক একটি মসজিদকে নাইট ক্লাব ও বার বানিয়ে সেখানে এখন পার্টির আয়োজন করে মদ্যপান করে ইসরাইলিরা।  রাতে গানের তালে নাচতে দেখা যায় সব বয়সী মানুষকে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডলইস্ট মনিটর জানায়, উত্তর ফিলিস্তিনে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর ওই মসজিদটির নাম আল-আহরাম।  বর্তমানে ইসরাইল এর নাম পরিবর্তন করে খান আল-আহরাম নামকরণ করেছে। 

১৯৪৮ সালে মসজিদটি দখলে নেয় ইসরাইলি বাহিনী।  প্রথমে এটিকে ইহুদিদের স্কুল পরে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণা ক্যাম্প, এরপর জামাকাপড়ের গুদাম এবং সর্বশেষ এটিকে নাইট ক্লাবে রূপান্তর করা হয়েছে। 

সাফেদ ও তিবিরিয়াসের ইসলামি বৃত্তিদানের সম্পাদক খাইর তাবারী বলেন, ইসরাইলের এমন কাজ নিয়ে নেজারত শাখার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।  মসজিদের মালিকানার সব কাগজপত্র উপস্থাপন করা হয়েছে।  এখন মসজিদ রক্ষার রুলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

তাবারী বলেন, মসজিদটি মুক্ত হলে সেখানে মুসলমানরা আবারও ইবাদত করতে পারবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু