সাতক্ষীরায় কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ই- বার্তা ডেস্ক।। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষক সুলতান দালাল কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথুপুর গ্রামের শহর আলি দালালের ছেলে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সুলতান জানান, তিনি মাদরাবাজার থেকে সওদা কিনে সন্ধ্যার পর বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে তার পথরোধ করেন। তাদের একজন তার মুখে টর্চ মারেন। অপরজন তার মুখমণ্ডলে যন্ত্রণাদায়ক দাহ্য পদার্থ ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যান।
তীব্র যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে কলারোয়া হাসপাতাল ভর্তি করে দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব জানান, সুলতানের একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলারোয়া থানার ওসি মুনীর-উল গিয়াস জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।