সিপিএল খেলতে গেলেন সাকিব-লিটন
ই-বার্তা ডেস্ক।। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গেলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। বুধবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
সিপিএলের গত আসরে খেলা হয়নি সাকিবের। এবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ব্যস্ত থাকায় সিপিএলের প্লেয়ার ড্রাফটে সাকিবের নাম ছিল না। তবে নভেম্বরে ভারত সফরের আগে জাতীয় দলের কোনো খেলা নেই। সেই সুযোগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডার সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস খেলবেন।
সিপিএলের চলতি আসর শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর থেকে। আসর শুরুর আগে ড্রাফটে সাকিবের নাম না থাকলেও আসরের মাঝপথে এসে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস।
ইতিমধ্যে তারা ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে। সাকিবকে দলে নিয়ে প্রতিযোগিতায় লড়াই দিতে চায় দলটি।
এদিকে দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন লিটন কুমার দাস।বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
ক্যারিয়ারে প্রথম বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান লিটন।
ইতিমধ্যে লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে। গ্রুপ পর্বের শেষ ৩ ম্যাচ খেলতে যাচ্ছেন লিটন। আর এই তিন ম্যাচে একাদশে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ উজার করে দেয়ার চেষ্টা করবেন। ঢাকা ত্যাগের আগে এমনটিই জানিয়েছেন জাতীয় দলের এ ওপেনার।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু