“হতাহতদের সংখ্যা জানানো আমাদের কাজ নয়”
ই-বার্তা ডেস্ক।। পাক অধিকৃত কাশ্মীরে হামলার পাঁচদিন পর হতাহতদের বিষয়ে বিবৃতি দিলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান। তবে স্পষ্ট করে হতাহতের সংখ্যা উল্লেখ করেননি তিনি।
বিমানবাহিনীর প্রধান মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া বলেছেন, কতজন মারা গেছে তা নির্ণয় করা বিমানবাহিনীর কাজ নয়। তিনি বলেন, কতজন মারা গেছে তা আমরা গুণে দেখতে পারি না। এটা নির্ভর করে সেখানে কতজন ছিল তার ওপর। তবে তিনি দাবি করেন, যে লক্ষ্য ছিল তাতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছেন তারা।
অপরদিকে সরকারের তরফ থেকেও এই অভিযান সফল বলে উল্লেখ করা হলেও হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়া হয়নি। অপরদিকে বিজেপির সভাপতি অমিত শাহ রোববার এক নির্বাচনী সভায় দাবি করেছেন যে, ভারতীয় বিমান বাহিনীর হামলায় আড়াই শতাধিক জঙ্গি নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় ভারতের আধা-সামরিক বাহিনীর কমপক্ষে ৪০ সদস্য নিহত হন। ওই হামলার ১৩ দিন পর পাক অধ্যুষিত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বিমানবাহিনী।
ই-বার্তা/ মাহারুশ হাসান