‘অ্যাভেঞ্জারস’ নিয়ে বিতর্কিত মন্তব্যে নাজেহাল অমিতাভ

ই-বার্তা।।  বয়স অনুযায়ী জেন ওয়াইয়ের ক্যাটাগরিতে না পড়লেও, আধুনিক  হওয়ার দিক দিয়ে তিনি অবশ্যই এই প্রজন্মের মধ্যেই পড়েন৷ সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন বিভিন্ন প্রসঙ্গে ট্যুইট করে এন্টারটেন করেন নিজের ভক্তদের৷

অভিনয় জগতের বাইরেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ সক্রিয় সিনিয়র বচ্চন৷

যিনি ৭৫ বছর বয়সে এসেও একই রকমভাবে সকলকে বিনোদন দিয়ে চলেছেন নিজের ভারচ্যুয়ালিটি দিয়ে, তিনি নিজের বিনোদন খুঁজে নিয়েছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে৷

‘বিগ বি’র অধিকাংশ ট্যুইট নিয়ে প্রায়ই কন্ট্রোভার্সি তৈরি হয়৷ যেমন তাঁর ট্যুইটার ফলোয়াড় নিয়েও তিনি বহুবার ট্যুইট করেছেন, সে নিয়েও বেশ চর্চা হয়েছে চারিদিকে৷ তেমনই সম্প্রতি একটি পোস্টে আবারো সবার নজর কাড়লেন৷

‘অ্যাভেঞ্জারস : ইনফিনিটি ওয়ার’ ছবিটি মুক্তি পাওয়ার পর ‘মার্ভেল’ ফ্যানেদের উন্মাদনার শেষ নেই৷ তাদের সঙ্গে তাল মেলাতে ‘শাহেনশাহ’রও ইচ্ছা হয় ছবিটি একবার দেখার৷ যদিও তিনি ‘মার্ভেল’ কমিকসের ফ্যান নন৷ তবুও ট্রেন্ডের সঙ্গে পা মিলিয়ে দেখে ফেললেন ছবিটি৷ কিন্তু সবটাই তাঁর মাথার ওপর দিয়ে গিয়ে দেওয়ালে দাগ কাটল৷ এমনটাই ট্যুইট করে জানালেন তিনি৷

ট্যুইটে অভিনেতা লিখেছেন, “আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবেন না৷ ‘অ্যাভেঞ্জারস’ ছবিটা দেখতে গিয়েছিলাম৷ কিছুই বুঝলাম না৷ ছবিতে কী হচ্ছে না হচ্ছে সবটাই মাথার ওপর দিয়ে গেল৷” ব্যস! ট্যুইট করতে না করতেই নিমেষের মধ্যে ভাইরাল গেল৷ কেউ কেউ মজা পেয়ে কমেন্ট সেকশনে নানান কথা লিখতে শুরু করে৷ অনেকে আবার একই প্রতিক্রিয়ার কথা শেয়ার করে৷ বাকি ভক্তরা ‘বিগ বি’কে ‘অ্যাভেঞ্জারস’ বাকি সব ক’টি ছবি দেখতে অনুরোধ করে৷

অবশ্য কিছু ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’র ফ্যানেরা এই ট্যুইটটিকে মজার ছলে না দেখে, ট্রোল করতে শুরু করে দেন সিনিয়র বচ্চনকে৷ কেউ ট্রোলিং মিম শেয়ার করেন তো কেউ তাঁকে কিমক বইগুলো পড়তে বলেন নিজের জ্ঞান বাড়ানোর জন্য৷ এমনকি কয়েকজন সারক্যাস্টিক কমেন্টও করেন৷ তারা লিখেছে যে ‘বিগ বি’ যেমন ‘অ্যাভেঞ্জারস’ দেখে কিছু বোঝেননি, তেমনই তারাও অভিষেক বচ্চনের ছবি দেখেও কিছু বোঝেন না৷