আকাশ পথে নয়, সীমান্ত দিয়েই ভারতীয় পাইলটকে হস্তান্তর

ই-বার্তা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিশ্রুতি অনুযায়ী আলোচিত সেই ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। তবে বিমানে চড়ে নয়, সীমান্ত পাড়ি দিয়েই ভারতে পৌঁছান তিনি।

শুক্রবার (১ মার্চ) স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোর থেকে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ওয়াগাহ সীমান্তে নিয়ে যায় সেনাবাহিনীর একটি গাড়িবহর। পাকিস্তানে ধরা পড়া এই পাইলটকে স্বাগত জানাতে আট্টারি-ওয়াগাহ সীমান্তের ভারতীয় অংশে হাজার হাজার ভারতীয় সমবেত হন।

এসময় তাদের হাতে দেখা যায় দেশটির জাতীয় পতাকা। অনেকের হাতে ফুলের তোড়া, তারা অভিনন্দনকে স্বাগত জানিয়ে স্লোগানও দিতে থাকেন। অভিনন্দনকে অভিনন্দন স্লোগানে মুখরিত হয় ওয়াগাহ সীমান্ত। এর আগে ভারতীয় বিমান বাহিনীর এই কমান্ডারকে ওয়াগাহ সীমান্তে মেডিক্যাল চেকআপ করানো হয়।

পরে সেখানে ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হাই কমিশনের প্রতিনিধি দলের কাছে অভিনন্দনকে হস্তান্তর করে পাকিস্তানী কর্মকর্তারা। অভিনন্দনের বাবা দেশটির বিমানবাহিনীর কমান্ডার ও মা বিমানের বিশেষ একটি ফ্লাইটে করে পাক-ভারতের ওই সীমান্তে পৌঁছান। এসময় বিমানের ক্রুরা দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা জানান।

এর আগে বুধবার পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ভারতীয় যুদ্ধ বিমান নিয়ে অনুপ্রবেশ করেছিলেন এই পাইলট। পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে ভূপাতিত হয় ওই ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১।

সেই সময় বিমানটির ভেতর থেকে পাইলট অভিনন্দনকে বের করে আনেন উত্তেজিত কাশ্মীরিরা। পরে তাকে উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয় পাকিস্তান সেনাবাহিনী। এ নিয়ে দুই দেশের চরম উত্তেজনার মাঝে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে আয়োজিত যৌথ অধিবেশনে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ