আগের রাতে ব্যালটবাক্স ভর্তি, কটিয়াদীতে ভোট গ্রহণ স্থগিত

ই-বার্তা ডেস্ক।।  তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদীর সব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার ওসি মো. শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে প্রথমে পাঁচটি কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।  পরে নির্বাচন সচিবের নির্দেশে কটিয়াদী উপজেলার সবকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  এ ধাপে ১২৭ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু