আজ বিকেলে পর্যটন মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

ই- বার্তা ডেস্ক।।   আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নবম ভ্রমণ ও পর্যটন মেলা (বিটিটিএফ) ২০১৯ উদ্বোধন করবেন।

ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ।

মেলার সার্বিক সহযোগতিায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন বোর্ড, এফবিসিসিআই, পর্যটন পুলিশ, পিএটিএ বাংলাদেশ চেপ্টার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। টোয়াবের সভাপতি তৌফিক উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

আয়োজকরা জানান, মেলায় বাংলাদেশসহ ১০টি দেশ অংশ নেবে। অন্যান্য দেশগুলো হলো- নেপাল, ভুটান, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন ও মালদ্বীপ।

মেলার পাশাপাশি বিভিন্ন সেমিনার, গোলটেবিল বৈঠকসহ পর্যটন বিষয়ক বিভিন্ন দেশের উপস্থাপনা থাকবে। দুটো গোলটেবিল বৈঠকের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে ‘বৌদ্ধ সার্কিট পর্যটন অঞ্চল’ এবং ‘এক হাজার বছরের ইতিহাস ও ঢাকার ঐতিহ্য’। এছাড়া টোয়াবের সহযোগিতায় উদ্ভাবনী ডিজিটাল ট্যুরিজম আইডিয়া নিয়ে এটুআই প্রোগ্রামের আয়োজন করা হবে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম