‘আমি ছাত্রলীগের কেউ না’ বললেন নুরের বিরুদ্ধে মামলার বাদী

ই-বার্তা ডেস্ক ।।   মঙ্গলবার (১২ মার্চ) বিকালে বাদী মারজুকা রায়না বলেছেন,‘আমি ছাত্রলীগের কেউ না।  আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং আমাদের অধিকার খর্ব হওয়ায় মামলা করেছি।’ নবনির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুর ও প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দীসহ ৪০ জনের বিরুদ্ধে ভাঙচুর ও প্রভোস্টকে লাঞ্ছনার মামলা প্রসঙ্গে, তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মারজুকা রায়না নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের এ শিক্ষার্থী অভিযোগ করেন, ‘সুষ্ঠুভাবে রোকেয়া হলে ডাকসুর ভোট গ্রহণ চলছিল।  কিন্তু সে সময় বিনা অনুমতিতে হলে প্রবেশ করে নুরুল ইসলাম নুর।  তার সঙ্গে আরও ছেলে ছিল।  তারা ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।  আমিসহ অনেকে সেখানে উপস্থিত ছিলাম।  তারা আমাদের লাঞ্ছিত করেছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ লেগেছে আমাদের প্রভোস্ট ম্যাডামের জন্য।  তার সঙ্গে ওরা খুব খারাপ ব্যবহার করেছে।  তাকে লাঞ্ছিত করেছে।  ম্যাডামের সঙ্গে তারা যে ব্যবহার করেছে তা গ্রহণযোগ্য না। ম্যাডাম যদি আর কিছুক্ষণ তার সামনে থাকতো তাহলে তাকে মারধর করা হতো।  আমি এর বিচার চেয়েছি।  এজন্য মামলা করেছি।’

এদিকে সোমবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রোকেয়া হলে সৃষ্ট গণ্ডগোল নিয়ে ছাত্রলীগ ও অন্যান্য প্যানেল পাল্টাপাল্টি অভিযোগ করে।  কয়েক ঘণ্টা রোকেয়া হলে ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ হয়। পরে রাতে হলের আবাসিক শিক্ষার্থী রায়না বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।  শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সাংবাদিকদের মামলার তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একদিকে বিবেচনা করলে সুষ্ঠু হয়েছে। অপরদিকে ভিপি যিনি নির্বাচিত হয়েছেন, তিনি আসলে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’

এদিকে দুপুরে টিএসসিতে মামলার বিষয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘ছাত্রলীগ হামলা করেছে, তারাই মামলা করেছে।’

তবে মামলার বাদী মারজুকা এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছাত্রলীগের কেউ না।’

ই-বার্তা / শাহাদাত ছৈয়াল