আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ই-বার্তা ডেস্ক।।  ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় নিল আর্জেন্টিনা। এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল।  

বাংলাদেশ সময় আজ (বুধবার) সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তে স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে খেলাটি শুরু হয়। এদিন ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে একের এর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। ম্যাচের ৪ মিনিটের গোলের সুযোগ পায় ব্রাজিল। কিন্তু সে যাত্রায় আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক আরমানি।

অবশেষে ম্যাচের ১৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসুস গোল করে ব্রাজিলকে লিড এনে দেন। ব্রাজিলের অধিনায়ক দানি আলভেস দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে। যিনি বল রিসিভ না করে সরাসরি নিচু পাস দেন ডি-বক্সে দাঁড়ানো গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে। জেসুসের জোড়ালো শট আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করেন।

ম্যাচের ২৯ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মেসির ফ্রি কিক থেকে আসা বল আগুয়েরা হেড করলে বল পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলবঞ্চিত হয় মেসিরা। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতি যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আরেক গোলের সুযোগ নষ্ট হয় আর্জেন্টিার। মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্টো ফিরমিনো। গেব্রিয়েল জেসুস সহযোগিতায় গোল করেন ফিরমিনো। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু