আল-আকসা কর্মকর্তাদের গ্রেফতারের ফলাফল ভয়াবাহ হবে

ই-বার্তা ডেস্ক।।  জর্ডানের ধর্মমন্ত্রী আব্দুন নাসির আবুল বাসাল বলেছেন, ইসরাইল যেভাবে পবিত্র মসজিদ আল-আকসার দায়িত্বশীলদের গ্রেফতার করছে, এটা ক্ষমার অযোগ্য এবং আগুন নিয়ে খেলার শামিল।  যার পরিণতি ভয়াবাহ  হতে পারে।  

ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম দুনিয়া আল-ওতান লিখেছে, ইসরাইল কর্তৃপক্ষ জেরুজালেম আওকাফ কাউন্সিলের প্রধান উপদেষ্টা শায়েখ আব্দুল আজিম সালহাব এবং তার ডেপুটি নাজেহ বুকাইরাতকে গ্রেপ্তার করায় আব্দুন নাসির আবুল বাসাল গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

মন্ত্রী ইসরাইল সরকারকে এ দুজন সহ অন্যান্য সময় গ্রেপ্তারকৃত সকল ধর্মীয় কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত মুক্তি দিয়ে আগুন নিয়ে খেলা বন্ধের দাবী জানান।  দখলদার ইসরাইলকে সাবধান করে দিয়ে আব্দুন নাসের বলেন, যদি দ্রুত এদের মুক্তি দেয়া না হয় তাহলে এর পরিণতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। 

উল্লেখ্য, শনিবার রাতে পশ্চিম তীর, জেরুজালেম এবং আরও কয়েকটি অঞ্চল থেকে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু