চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

ই-বার্তা ডেস্ক।।  ম্যানসিটি-চেলসি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।  নির্ধারিত সময়ে কেউই গোল করতে পারেনি কোন দল।  অতিরিক্ত সময়েও গোলমুখ খুলতে ব্যর্থ দু’দল।  তুমুল এই লড়াইয়ে কপাল পুড়ল চেলসির।  টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ইংলিশ লিগ কাপের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি।

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হয় ২০১৮-১৯ আসরের ফাইনাল খেলা।  শুরুতে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানসিটি।  প্রথমার্ধে গোল বার সামলাতে ব্যস্ত থাকে চেলসি।  তবে গোল হজম করতে হয়নি।  দ্বিতীয়ার্ধে অন্য রকম এক চেলসির দেখা পায় ফুটবল অনূরাগীরা।  মুহুর্মুহু আক্রমণে সিটিকে ব্যতিব্যস্ত রাখেন দ্য ব্লুজরা।  এতে আক্রমণ-পাল্টাআক্রমণে জমে ওঠে খেলা।  তবে গোল আদায় করতে পারেনি কোন দল।  

নির্ধারিত সময় গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।  এখানেও কেউ কাউকে কাউকে ছাড় দেয়নি।  শেষ পর্যন্ত নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।  উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হাসলেন পেপ গার্দিওলার শিষ্যরা। 

টাইব্রেকারে লরিয় সানের শট ঠেকিয়ে আশা জাগান চেলসি গোলরক্ষক আরিসাবালাগা।  তবে শেষ রক্ষা হয়নি।  বাকি চার জন নিখুত শটে গোল করে।  চেলসির হয়ে প্রথম নেয়া জর্জিনিয়োর শট রুখে দেন ম্যানসিটি গোলকিপার এডারসন।  দাভিদ লুইসের চার নম্বর শট পোস্টে লেগে ফিরে আসে।  ফলে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।  এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তারা।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু