ইতালিতে বৈধতা হারানোর শংকায় হাজারও বাংলাদেশী

ই-বার্তা ডেস্ক।।  ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে কনস্যুলেট জেনারেল অফিসে পাসপোর্ট নবায়নের জন্য  দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি জমা দিলেও ডেলিভারি পেতে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। যার ফলে ইতালিতে থাকার বৈধতা হারাতে পারেন তাদের অনেকেই। পাসপোর্টে নামের ভুলসহ এ জাতীয় ত্রুটি সংশোধনের জন্য তারা আবেদন করেছিলেন।

জানা যায়, বিশেষ করে পাসপোর্টে নামের ভুলের কারণে নবায়নে দেরি হচ্ছে।

পাসপোর্টে নামের ভুলের সমস্যা সমাধান না হলে বৈধতা হারানোর ভয়ে  যারা হতাশায় ভুগছেন তারা অনেকেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান চেয়েছেন তারা।

এ ব্যাপারে রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, কোনো পাসপোর্ট রোম দূতাবাসে আটকে থাকে না। দূতাবাসের কাজ হল প্রবাসী বাংলাদেশির আবেদন গ্রহণ করে তা প্রসেসিং করে বাংলাদেশ পাসপোর্ট অধিদফতরে পাঠানো। এরপর আবেদনকারীর কোনো সমস্যা থাকলে সেখান থেকে পাসপোর্ট আসতে সময় লাগে। সেখানে দূতাবাসের কোনো কিছু করার থাকে না। তবে যে সব পাসপোর্ট আটকে আছে তাদের বড় ধরনের তথ্যগত ভুল পাওয়া গেছে। আর যাদের আবেদনে তথ্যে কোনো ভুল নেই তারা দ্রুত পেয়ে যাচ্ছেন। এরপরও দূতাবাস থেকে আটক পাসপোর্টগুলো দিয়ে দিতে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান