ইনজুরি কাটিয়ে উঠেছেন মুশফিক

ই-বার্তা ডেস্ক।।  নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান-হাতের কনুইয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর আর অনুশীলনই করতে পারেননি তিনি। শঙ্কা দেখা দিয়েছিল উইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলা নিয়েও। কিন্তু অধিনায়কের ভাষ্য মতে সুস্থ আছেন মুশি।  

টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে রবিবার এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমি যতটা দেখেছি, এক্স-রে আর এমআরআইতে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। মুশফিক ভালো আছে। অনুশীলনেও আছে। তারপরও আমি ফিজিও নই। মুশফিকের খেলার ব্যাপারে ভালো বলতে পারবেন ফিজিও। ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ফিজিও।’

শনিবার বাংলাদেশের ব্যাটিং অনুশীলনে মুশফিকের বিপক্ষে বোলিং করছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের একটি ডেলিভারি মুশফিকের ডান কনুইয়ে আঘাত করে। পরে নেট থেকে বেরিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। পরে ড্রেসিং রুমেই চলে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। 

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই ৭৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন মুশফিক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রান করেন তিনি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু