ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

ই-বার্তা ডেস্ক।।  ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে একজন মার্কিন জেনারেলের চিঠি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির জবাবে সোমবার সাংবাদিকদের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোন পরিকল্পনা নেই।   

ইরাকের পার্লামেন্টে সেনা প্রত্যাহারের বিল পাস হওয়ার পর সম্প্রতি এক মার্কিন জেনারেলের চিঠি প্রকাশিত হয়। প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, ইরাকি এমপিরা মার্কিনীদের ইরাক ছাড়ার আহবান জানানোর পর সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রকে তার সৈন্যদের অবস্থান পরিবর্তন করতে হবে। যুক্তরাষ্টের ওই সেনা কর্মকর্তার চিঠির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরাক ছাড়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। 

ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের ঘটনায় গত রবিবার ইরাকের পার্লামেন্টে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি বিল পাস হয়। এই বিল পাস হওয়ার পর ইরাকের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকে এখনও মার্কিন সেনাবাহীনির ৫ হাজার সেনা মোতায়েন রয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু