ইরানকে সুপার জেট-১০০ বিমান দিচ্ছে রাশিয়া

ই-বার্তা।।  ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তেহরানকে সুখোই সুপার জেট-১০০ বিমান সরবরাহ করবে। এমনটাই জানিয়েছে রাশিয়ার সুখোই সিভিল এয়ারক্রাফট। সুখোই কোম্পানি বলেছে, ইরানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

সুখোই সিভিল এয়ারক্রাফটের প্রেসিডেন্ট আলেকেজান্ডার রুব্তসোভ বলেন, ইরানকে যেসব বিমান দেওয়া হবে তাতে মার্কিন নির্মিত কোন যন্ত্রাংশ কিংবা উপাদান ব্যবহার করা হবে না। এতে করে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।

গত মাসে ইউরেশিয়া এয়ার শো-তে ইরান ও সুখোই কোম্পানির মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়। চুক্তি অনুসারে ইরানের অসেমান এয়ারলাইন্স ও ইরান এয়ার ট্যুরস সুখোই কোম্পানির কাছ থেকে ৪০টি যাত্রীবাহী আধুনিকমানের বিমান কিনবে। এসব বিমান ১০০ যাত্রী বহন করতে সক্ষম। ইরান এয়ার ট্যুরসের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা যেসব বিমান কিনবেন তার জন্য সুখোই কোম্পানিকে ১০০ কোটি ডলার দিতে হবে। কোম্পানিটি আগামী বছর থেকে বিমান সরবরাহ শুরু করবে।

সুত্রঃ  কলকাতা টুয়েন্টিফোর।