ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে

ই-বার্তা ডেস্ক।। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বুধবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও মাছ শিকারে নামছে উপকূলের কয়েক লাখ জেলে। দীর্ঘ ২২ দিন অনেকটা অলস সময় পার করে আবারও সাগর-নদীতে মাছ শিকার করবেন জেলেরা।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ছিলো ইলিশের প্রজনন সময়। এই সময়ে সাগর ও নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

জেলেরা জানান, অনেকে নতুন জাল তৈরি করেছে। আবার কেউ পুরাতন জাল মেরামত করে ট্রলারে তুলেছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য তারা প্রয়োজনীয় বাজার, পর্যাপ্ত বরফ ও তেল সংগ্রহ করে নিয়েছেন। আবহাওয়া ভালো থাকলে পর্যাপ্ত মাছ শিকার করতে পারবেন তারা। এতে পেছনের ধার দেনা পরিশোধ করতে পারবেন।

আর এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় পটুয়াখালী জেলায় ৩৬৬ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২০৮ জন জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের থেকে ৭ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ৩৯ লাখ ৪৮ হাজার ৭০০ মিটার জাল ও ৩.৭০ মেট্রিক টন ইলিশ।