ঈদে মিলাদুন্নবী (সা.) ১০ নভেম্বর

ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ১২ রবিউল আউয়াল অর্থাৎ ১০ নভেম্বর রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। রবিউল আউয়াল মাসে ১২ তারিখে জন্মগ্রহন করেন শান্তির ধর্ম ইসলামের প্রচারক হযরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছরের জীবনকাল শেষে একই তারিখে ইন্তেকাল করেন রাসূল (সা.)। বিশ্ব মুসলিম উম্মাহর কাছে দিনটি তাই একই সঙ্গে আনন্দ ও বেদনার। অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১০ নভেম্বর সরকারি ছুটি থাকবে।

সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন ওয়াকফ প্রশাসক শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।