উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেয়া হচ্ছে রুবেলকে

ই-বার্তা ডেস্ক।।  মোশাররফ হোসেন রুবেল,বামহাতি অর্থডোক্স অফস্পিনার।  জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।  এখনও খেলছেন ঘরোয়া ক্রিকেটে।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ও খেলেছেন মাত্র ১টি ম্যাচ।  কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সে ম্যাচে ২৩ রানে নেন এক উইকেট।  এরপর আর কোনো   ম্যাচ খেলা হয়নি মোশাররফ হোসেন রুবেলের।

জানা গেছে, বিপিএল চলাকালীন সময়ে প্রায় রাতেই খিঁচুনি দেখা দিতো শরীরে।  এর জন্য কয়েকবার ডাক্তারের স্বরণাপন্নও হন এই অলরাউন্ডার।
অবশেষে জানা গেল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি।  এর জন্য তাকে দ্রুতই নেয়া হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

মোশাররফ রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়েই রয়েছে টিউমারটি। তবে উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে সিঙ্গাপুর।  যার জন্য সাহায্য করেছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকার মতো প্রয়োজন।  সহযোগিতার জন্য বিসিবি’র কাছেও আবেদন করবেন মোশাররফ রুবেল।

ই-বার্তা/ আরমান হোসেন পার্থ