এনআরসিকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপিঃ অমিত

ই-বার্তা ডেস্ক।।  সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, জাতীয় নাগরিক তালিকাকে (এনআরসি) ইস্যু করেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।   

বৃহস্পতিবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

অমিত শাহ বলেন, ‘বাংলায় এনআরসির কথা বলবোই। আগামী নির্বাচনে বাংলায় এনআরসি অবশ্যই একটা ইস্যু। বাংলায় এবারের (লোকসভা) নির্বাচনেও এনআরসি ইস্যু ছিল।’     

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের পেছনে এনআরসির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ক্ষমতায় আসব।’

তিনি আরও বলেন, ‘এত অত‌্যাচার এবং রাজনৈতিক হত‌্যার পরও লোকসভা নির্বাচনে আমরা ১৮টি আসন পেয়েছি। পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্য নিয়ে যে দ্বিধা ছিল তা কেটে গেছে। লোকসভা নির্বাচনের আগে আমি বলছিলাম পশ্চিমবঙ্গে আমরা ২২টি আসন পাবো। তখন অনেকে তা মানেননি। কিন্তু আমরা ১৮টি আসন পেয়েছি। তিনটি আসনে আমরা চার-পাঁচ হাজার ভোটের ব্যবধানে হেরেছি।’

বিধানসভা নির্বাচনের প্রতি ইঙ্গিত করে অমিত বলেন, ‘এবার দেখবেন আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসবো। বাংলার মানুষ সেখানকার সরকারকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসার জন্য তৈরি হয়ে গেছে।’

সারাদেশেই এনআরসি করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালের আগেই সারা দেশে এনআরসি কার্যকর হবে। অনুপ্রবেশকারীদের বাইরে পাঠানোর আইনি যে পদ্ধতি রয়েছে, তা মানা হবে। জাতিসংঘের একটা কনভেনশন তৈরি করা হবে, তাতে আইনও থাকবে এবং তা মানা হবে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু