এবারের বাজেট জনগণের বাজেট, আওয়ামী লীগের নির্বাচনী বাজেট নয়ঃ ওবায়দুল কাদের

ই-বার্তা ডেস্ক ।। এবারের বাজেট জনগণের বাজেট, আওয়ামী লীগের নির্বাচনী বাজেট নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাবনা করা হয়েছে।

 

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শনে এসে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাজ বুঝে না বুঝে সবসময়ই বিরোধী কথা বলা। আলোচনা সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না সেটা দেখা যাবে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতরে মানুষ যেন নিরাপদে ঘরে ফিরতে পারে সে লক্ষ্যে মহাসড়কে যানজট কমাতে শেখ হাসিনার নির্দেশে মেঘনা-গোমতির এই ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম আট লেনের মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনায় টোল আদায়ে ভাঙতি টাকা লেনদেনে দেরি হওয়া যানজটের অন্যতম একটি কারণ। তাই যানজট নিরসনে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মেঘনা ও গোমতি নদীতে ১২ জুন থেকে ফেরি চালু হতে যাচ্ছে। এ কারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট মেরামতের কাজ চলছে। বরিশাল থেকে বিআইডব্লিউটিএর পন্টুন আনা হচ্ছে। ইতোমধ্যে গোমতি নদী খনন করার নির্দেশও দেয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।

 

 

ই-বার্তা/ডেস্ক