এর মধ্যে ভবনের ভিতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা

ই-বার্তা ডেস্ক ।।  রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের ভেতরে ঢুকেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সঙ্গে রয়েছেন সেনা বাহিনীর উদ্ধারকারী সদস্যরাও।

ভবনের ভেতর থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার কাজ শুরু হয়েছে। ভবনের জানালা ভেঙে আটকা পড়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন তারা।

এরমধ্যে আগুনে আহত ৩০ জনকে ভর্তি করা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। ভবনে আটকা পড়েছে অনেক মানুষ। বাঁচার জন্য পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে নিহত হয়েছেন এক শ্রীলংকার নাগরিক।

আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট। সাথে রয়েছে সেনা, নৌবাহিনীর ইউনিট এবং বিমানবাহিনীর ৩টি হেলিকপ্টার।

অনেক মানুষ ভবনের ভেতরে আটকে আছে। তারা বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া