কাজ বুঝে নিতে সময় লাগবে ৩-৪ দিন

ই-বার্তা ডেস্ক।।  মন্ত্রণালয়ের কাজ বুঝে নিতে ৩-৪ দিন সময় চেয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দিপু  মনি । আজ( ৮ জানুয়ারি ) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

 

এর আগে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে সচিবালয়ে নিজ দফতরে উপস্থিত হন ডা. দিপু মনি।  এসময় ফুল দিয়ে সংবর্ধনা জানান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন। 

 

সাংবাদিকদের ডা. দিপু মনি বলেন, ‘গত ১০ বছর সরকার যে উন্নয়ন করেছে তা অব্যাহত থাকবে।  এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা ই করা হবে।  এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে।  আজ আর বেশি আর কিছু বলবো না।  কাজ বুঝে নিতে আমাদের ৩-৪ দিন সময় দিন।’

 

তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করবো।  সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে এই সেক্টরের উন্নয়নে কাজ করবো। যেখানে শেখ হাসিনার মত দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন সেখানে ভয়ের কিছু নেই।’

 

 

 

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু