কাতারে হিফজ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে বাংলাদেশ

ই-বার্তা ডেস্ক।।    কাতারে হিফজ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশসহ কাতার তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০১৯ এ অংশগ্রহণ করবেন ১ হাজার ৭০০ প্রতিযোগী।

‘সুললিত কণ্ঠে সজ্জিত কর আল-কোরআন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ২৬ দিনব্যাপী এ অনুষ্ঠান তৃতীয় বারের মতো আয়োজন করছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।

আয়োজন কর্তৃপক্ষের মুখপাত্র খালিদ আস-সাইয়েদ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এ বছর সবমিলিয়ে ১ হাজার ৭০০ হাফেজে কোরআন প্রতিযোগী ৫০ টি দেশের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। যার মধ্যে ১৬ টি আরবদেশ এবং অনারব দেশ ৩৪ টি।

উল্লেখ্য, হিফজ প্রতিযোগীরা বরাবরই ভালো করে আসছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান