কাশ্মীরে সংঘর্ষে পুলিশের জৈষ্ঠ কর্মকর্তা নিহত

ই-বার্তা ডেস্ক।।    রোববার বিকেলের দিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে দেশটির পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা। ।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা কুলগাঁওয়ের তুরিগ্রাম এলাকায় জড়ো হয়েছেন; এমন গোপন সংবাদ পাওয়ার পর ওই এলাকা ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তিনি বলেন, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি বিনিময় হয়। এতে পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নিহত ও সেনাবাহিনীর এক কর্মকর্তা আহত হন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে প্রাণঘাতী হামলার জেরে ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির নজিরবিহীন উত্তেজনা চলছে। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ ওই হামলা চালায়।

ই-বার্তা/ মাহারুশ হাসান