কোচিং বাণিজ্য একটি নতুন ধরনের অপরাধ

ই-বার্তা ডেস্ক ।।  কোচিং বাণিজ্য বন্ধ করা নিয়ে এক রিটের শুনানিতে হাইকোর্ট বলেছে কোচিং বাণিজ্য একটি নতুন ধরনের অপরাধ।

আজ রবিবার (২৭ জানুয়ারি) এক শুনানিতে এই রায় দেন মহামান্য হাইকোর্ট।

রিটের শুনানিতে হাইকোর্ট বলেন, ক্লাস রুমে পড়ানোর ব্যর্থতার কারনেই কোচিং বাণিজ্য হচ্ছে। শুনানি শেষে কোচিং বাণিজ্য বন্ধের বিষয়ে রায় পিছিয়ে আগামী ৭ ফেব্রুয়ারির তিন ধার্য করেন আদালত।

এ সময়ে আদলতে অ্যামিকাস কিউরি ফিদা এম. কামাল বলেন, সিস্টেম ফেইল এর কারনে কোচিং বাণিজ্যের মত বিষয় ক্লাসের থেকে গুরুত্বপূর্ন হয়ে দাড়িয়েছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া