কোটা আন্দোলনের ৬ নেতার জামিন আবেদন

ই-বার্তা।।  ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানোসহ নাশকতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগের মামলায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ ৬ জনের জামিনের আবেদন করা হয়েছে।

 

ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে এ জামিন আবেদন করেন আইনজীবী জায়েদুর রহমান। আদালত জামিন শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছেন।

 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানার ১০ এপ্রিল চারটি মামলা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।