ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় বাংলাদেশের তিনজন

ই-বার্তা ডেস্ক।।  জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের পঞ্চপান্ডবের তিন জন।  বোলিংয়ে সাকিব আল হাসান ব্যাটিংয়ে স্থান পেয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

একটি নির্দিষ্ট ম্যাচে সেরা পারফরমারদের নিয়ে এ তালিকা করা হয়েছে।  গেল বছর নিদাহাস ট্রফিতে শ্রীলংকার দেয়া ২১৫ রানের টার্গেট উপেক্ষা করে যেতে মুশফিকুর রহিমের ৩৫ বলে হার না মানা ৭২ রানের নান্দনিক ইনিংসটি বেশ কার্যকরি ছিল।

টুর্নামেন্টের আরেক ম্যাচের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  সেই ম্যাচে বাংলাদেশকে ১৬০ রানের টার্গেট দেন লংকানরা।  শেষ বলে ছক্কা হাকিয়ে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন মিস্টার কুল।  

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের তালিকায় জায়গা পেয়েছেন সাকিব।  গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট দলকে জেতান সাকিব।  ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তৃতীয় বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েন সাকিব।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু