খালেদা জিয়া এখন আর কোনো রাজনীতিক নন, তিনি এখন দণ্ডিত ব্যক্তিঃ নাসিম

ই-বার্তা ডেস্ক ।।   আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে  বলেছেন, ‘খালেদা জিয়া এখন আর কোনো রাজনীতিক নন, তিনি এখন দণ্ডিত ব্যক্তি।’

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের পর ব্রিফিংয়ে এ সব কথা বলেন নাসিম। এ সময় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বিষধর সাপের মতো এখন ঘাপটি মেরে আছে। তারা ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে ১৪ দল তাদের ষড়যন্ত্র প্রতিরোধ করবে।’

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, ‘যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ১৪ দল কাজ করে যাচ্ছে তা অব্যাহত থাকবে। কোনো পদপদবির জন্য ১৪ দল গঠন হয়নি। ১৪ দল একটি আদর্শিক জোট। আদর্শ বাস্তবায়নে ১৪ দলের কার্যক্রম অব্যাহত থাকবে।’

নাসিম আরও বলেন, ‘১৪ দল সরকারের ভুলত্রুটি পার্লামেন্টে তুলে ধরবে, গঠনমূলক সমালোচনা করবে। সরকারের দুঃসময়ে ১৪ দল পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। জামায়াতমুক্ত বাংলাদেশ যতদিন সৃষ্টি না হবে ১৪ দলের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছি।’

ব্রিফিংয়ে বিএনপি জোটের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘সংখ্যা বড় কথা নয়। যে কয়টা আসন পেয়েছেন তা নিয়ে সংসদে যোগ দিয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে যোগদান করে তাদের প্রতি শ্রদ্ধা দেখান।’ ১৪ দলের বৈঠকে পর পর চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে ১৪ দলের নেতা সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, নজিবুল বশর মাইজ ভাণ্ডারি, ডা. ওয়াজেদুল ইসলাম, ডা. সাহাদাৎ হোসেন, অসীত বরণ রায়, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম