“গরিবদের জন্য বছরে ৭২ হাজার টাকা রোজগার সুনিশ্চিত করা হবে”

ই-বার্তা ডেস্ক।।  ভারতে  নির্বাচনের আগে গরিব মানুষদের মধ্যে ২০ শতাংশ মানুষের জন্য বছরে ৭২ হাজার টাকা রোজগার সুনিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী।

তিনি বলেছেন,আমরা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করে বুঝেছি গরিব মানুষের জন্য ন্যূনতম রোজগারের ব্যবস্থা করা সম্ভব। আমরা আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা করেছি। এবার আমরা গরিব মানুষকে সুবিচার পাইয়ে দেব। তার মতে, এ ধরনের ভাবনা ঐতিহাসিক, প্রচণ্ড শক্তিশালী এবং বহুমুখী। তার দাবি শুধু ভারত নয় বিশ্বে আগে কোথাও এমন কোনও ভাবনা কেউ ভাবেনি। 

রাহুল বলেন, টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আর এই প্রকল্পের ফলে ২৫ কোটি মানুষ দারিদ্র্য সীমার বাইরে চলে আসবে বলে মনে করেন তিনি।

ই-বার্তা/ মাহারুশ হাসান