গুজব শেয়ার দিলে তার পরিণতি হবে ভয়াবহ

ই-বার্তা ডেস্ক ।।   র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ স্যোশাল মিডিয়ায়  হুঁশিয়ারি জানিয়েছেন যে, কেউ গুজব শেয়ার দিলে তার পরিণতি হবে ভয়াবহ হবে ।

আসন্ন বিশ্ব ইজতেমা-২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার বিএসইসি ভবনে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, স্যোশাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে তা শেয়ার দেবেন না। না জেনে, না শুনে এবং চেক না করে গুজব শেয়ার দিলে তার পরিণতি ভয়াবহ হবে।

র‌্যাব মহাপরিচালক বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে  বলেন, ইউনিফর্ম পরিহিত পোশাকের চেয়ে দিগুণ থাকবে সাদা পোশাক পরিহিত র‌্যাব। এ ছাড়া প্রতিটি খিত্তায় সিসি টিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি হেলিকপ্টার, নদীতে বোট, রাস্তায় জিপ এবং সোটরসাইকেলে টহল দেবে র‌্যাব।
এক বছর ধরে বিভেদ এবং মতভেদ থাকার কারণে এবারের বিশ্ব ইজতেমায় চ্যালেঞ্জ একটু বেশি। এ কারণে, এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি সতর্কাবস্থায় থাকবে বলে জানান বেনজীর আহমেদ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম