চট্টগ্রামে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ

ই-বার্তা ডেস্ক ।।   চট্টগ্রামে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১১ হাজার ৫২ পিস বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে  হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় নিউ মেডিসিন হাউজ নামের এক ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানে তালা দিয়ে সটকে পড়েন দোকান মালিক। পরে দোকানের তালা ভেঙে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ ধরনের বিভিন্ন সরকারি ওষুধ এবং তিন ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী জব্দ করা হয়। 

এ সময় বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিটি সিলাগালা করা হয়েছে বলেও জানান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম