চাইনিজ থেকে বাঙালি সব খাবার থাকছে ‘রাজশ্রী’ বিয়ের মেনুতে

ই-বার্তা।।  সকাল থেকে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধীরে ধীরে সাতপাকে বাধা পরতে যাচ্ছেন রাজ-শুভশ্রী। কাল থেকেই বাওয়ালি রাজবাড়িতে চলছে অনুষ্ঠান। আইবুড়ো ভাত মেহেন্দি সবার নজর আটকে সেদিকে। কিন্তু কী হবে ‘রাজশ্রী’ বিয়ের মেনু! সবার মনে একটাই প্রশ্ন!

রাজকীয় এই বিয়ের মেনু লিস্ট বিশাল। চাইনিজ, ইন্ডিয়ান, বাঙালি প্লেটে থাকছে সব রকমেরই স্বাদ। জানা গিয়েছে, ‘৬ বালিগঞ্জ প্লেস’ থেকে সব খাবার আনানো হচ্ছে। দেখে নেয়া যাক কী কী থাকছে মেনুকার্ডেঃ

লাঞ্চ:
সাদা ভাত, শাকভাজা, চিংড়ি বাটা, শুক্তো, আম-আদা মুগ ডাল, নারকেল পোস্ত বড়া, মৌরলা মাছের পিঁয়াজি, ভেজ কাটলেট, ভেটকি পাতুড়ি, ছানার কালিয়া, কাঁচালঙ্কা-ধনেপাতার মুরগি, ধোকার ডালনা, খেঁজুর আমসত্তের চাটনি, সাবুর পাঁপড়, তোতাপুলী, দই, পান।

ডিনার:
চাইনিজ: স্যুপ, ফিস অ্যান্ড চিলি অয়েস্টার সস, সিং হই চিকেন, এক্সোটিক ভেজ হুনান স্টাইল, ভেজ ম্যানচুরিয়ান, ভেজ হাক্কা নুডলস, বার্ণ ক্যাপ্সিকাম ফ্রাইড-রাইস

ইন্ডিয়ান: ডাল বুখরা, মাইল কোপ্তা, চিকেন রেশমি বাটার মাশলা, হান্ডি মটন, ভেজ পোলাও, অ্যাসোর্টেড ইন্ডিয়ান ব্রেডস

বাঙালি: ছোলার ডাল, লুচি, ভাজা মশলা আলুরদম, ভেটকি পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি, সেদ্ধ ভাত।

মিষ্টি
ক্যারামেল ক্যাস্টার্ড, দর্শন উইথ আইসক্রিম, চকোলেট মাড-পাই, ক্ষীরের পাটিসাপটা