জয় পেতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাধ্য করছে ক্ষমতাসীনরা : আমীর খসরু

ই- বার্তা ডেস্ক।।   আসন্ন সিটি নির্বাচনে জয় পেতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ক্ষমতাসীনরা বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

আমীর খসরু বলেন, জনগণকে বাইরে রেখে সরকার দেশ চালাতে চায়। বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালে জনগণ ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হবে। আর সরকার এটাই চায়। কিন্তু ঢাকার জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটডাকাতির বিরুদ্ধে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১ তারিখের আগে ও পরে সকল ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে ক্ষমতাসীনরা আর ভোটডাকাতি করতে না পারে।

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিমের সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।