জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস খুলেছে ব্রাজিল

ই-বার্তা ডেস্ক।।    ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,ইসরাইলের তেলআবিবে ব্রাজিলের যে দূতাবাস রয়েছে, তারই অংশ হিসেবে জেরুজালেমে নতুন অফিস চালু করা হয়েছে।

এই ঘোষনার মধ্য দিয়েই তুরস্কের আপত্তি উপেক্ষা করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে নতুন দূতাবাস খুললো ব্রাজিল।

এর আগে গত মাসের শুরুতে জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য ব্যবহৃত মার্কিন কনস্যুলেট বন্ধ করে তা ইসরাইলি মিশনের সঙ্গে একীভূত করেছিল যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ইসরাইলের প্রতি এমন সমর্থনে ব্রাজিলের প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়েছিল তুরস্ক। তেলআবিব থেকে ব্রাজিলের ইসরাইলি দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের বিষয়ে বিষয়ে ভীষণ উদ্বেগ জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

ই-বার্তা/ মাহারুশ হাসান