টসে জিতে ব্যাটিং নেওয়ায় আশ্চর্য পাপন

ই-বার্তা ডেস্ক।।  ঐতিহাসিক দিবারাত্রির কলকাতা টেস্টে অপরিচিত গোলাপি বলে প্রথমে ব্যাটিং করে ১০৬ রান অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন নাজমুল হাসান পাপন।    

ইডেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি প্রধান জানালেন, তার সঙ্গে অধিনায়ক ও কোচের নেয়া সিদ্ধান্ত ছিল ভিন্ন!

নাজমুল হাসান বলেন, ‘প্রথমে ব্যাটিং নেয়ায় সত্যি আশ্চর্য হয়েছি। ম্যাচের আগেরদিন আমি দলের সঙ্গে বসেছি। অধিনায়ক-কোচ দুজনেই বলেছিল যে টসে জিতলে প্রথমে ফিল্ডিং নেবো। তখন তাদের কথা শুনে মনে হয়েছে এখানে চিন্তার কী আছে?’

তিনি বলেন, ‘টসে গিয়ে যখন দেখেছি আমরা ব্যাটিং নিয়েছি, প্রথম ধাক্কাটা আসলে তখনই খেয়েছি আমি। তখনই মনে হয়েছে দল আসলে বেশি আত্মবিশ্বাসী। ভারতের যতজনের সঙ্গে আমি কথা বলেছি, সবাই বলেছে তারা টসে জিতলে ফিল্ডিংই নিতো। ওরা কখনোই ব্যাটিং নিতো না কারণ একদম নতুন পিচ এবং এই গোলাপি বল, কেমন আচরণ করছে না জেনেশুনে ওরা ব্যাটিং নিতো না।’

তাদের কাছে প্রত্যাশা পূরণ হয়নি বলে বোর্ড প্রধান জানান, ‘আমাদের যারা সিনিয়র খেলোয়াড় ছিল, তাদের কাছে আমাদের ধারণা ছিল যে প্রতিপক্ষ যত ভালো বলই করুক, ওরা তো ভালো বল খেলে এসেছে অতীতে। তাদের কাছে যে প্রত্যাশাটা ছিল তার কিছুই পূরণ হয়নি।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু