ট্রাম্পের সাথে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন কিম

ই-বার্তা ডেস্ক।।   রাশিয়ান নিউজ এজেন্সি ট্যাসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাথে বৈঠকে যোগ দিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) ট্রেনযোগে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন কিম।

উত্তর কোরিয়ার কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার বিকেল ৫টায় কিম জং উন উত্তর কোয়িয়ার রাজধানী পিয়ং ইয়ং থেকে একটি সশস্ত্র ট্রেনে রওয়ানা দিয়েছেন।

অন্যদিকে শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, দেশটির প্রেসিডেন্ট ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিগুয়েন ফু ত্রংয়ের আমন্ত্রণে ভিয়েতনাম পরিদর্শনে আসবেন কিম।

উল্লেখ্য,  ট্রাম্প ও কিমের এই ঐতিহাসিক সম্মেলনটি ফেব্রুয়ারির ২৭ ও ২৮ তারিখে অনুষ্ঠিত হবে।

ই-বার্তা/ মাহারুশ হাসান