ডি মারিয়া-এমবাপ্পের বোঝাপড়ায় রোমাঞ্চিত টালেস

ই-বার্তা ডেস্ক।।  কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঞ্জেল ডি মারিয়ার মধ্যে সংঘবদ্ধ বোঝাপড়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্যারিস সেন্ট জার্মেই’র কোচ থমাস টাসেল।  দলের শীর্ষ দুই তারকা ফুটবলার নেইমার ও এডিনসন কাভানির ইনজুরি সত্ত্বেও এই দুই তারকা লিগ ওয়ান জায়ান্টদের অবস্থানকে সুসংহত রেখেছে।  

সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৫ ম্যাচের সব কটিতে জয়লাভ করেছে পিএসজি।  এ সময় দলটি গোল করেছে ১২টি। দুই তারকা ফরোয়ার্ড বাইরে থাকা সত্ত্বেও দলের এমন সাফল্যে বিশেষ করে এমবাপ্পে ও ডি মারিয়ার মধ্যে বোঝাপড়ায় দারুন খুশি কোচ টাসেল।

সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘তিনি (ডি মারিয়া) কিলিয়ানের সঙ্গে দ্বিতীয় স্ট্রাইকারের মতো খেলছে।  এটি দারুণ ব্যাপার। কারণ কিলিয়ান দারুণভাবে সমাপ্তি টানলেও সে তাকে সহায়তা করছে। আমি সত্যি এটি পছন্দ করি।  তারাই সেরা, যারা গোল করতে পারে।  শুধু গোলের সৃষ্টি করলে হবে না, সেটি কার্যকরও করতে হবে।  অ্যাঞ্জেল ও কিলিয়ানের সেই দক্ষতা রয়েছে।  তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে এবং গোলের জন্য মুখিয়ে থাকে।  চাপের মধ্যেও তাদের কৌশলগত দক্ষতা চমত্কার। এটি দারুণ ব্যাপার।’

লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে পিএসজি।  দ্বিতীয় স্থানে থাকা লিলির সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু