তুরাগতীরে চলছে ইজতেমার প্রস্তুতি

ই-বার্তা ডেস্ক ।।  গাজীপুর টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার। দুই পর্বে টানা ৪ দিন চলবে ইজতেমা। এখন চলছে পুরোদমে প্রস্তুতি।

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই মহাসম্মেলনে যোগ দেবেন লাখ লাখ মুসল্লি।

সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মুসল্লিরা বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ করছেন। কেউ খুঁটির ওপর চট টানাচ্ছেন, কেউ কেউ লোহার খুঁটি ও পাইপ দিয়ে মূল মঞ্চ তৈরি করছেন। মাঠ পরিষ্কার ও বালু দিয়ে মাঠ সমান করা, বিদেশি মুসল্লিদের জন্য টিনের কামরা তৈরি করাসহ সব কাজই চলছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।

ইজতেমার মুরব্বিদের আশা আগামী বুধবার নাগাদ শেষ হবে মাঠের প্রস্তুতি কাজ। প্যান্ডেল তৈরির কাজ ছাড়াও রাস্তা মেরামত, মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন, ময়দানের আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন মুসল্লিরা। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

প্রতিবছর ৩ দিন করে দুই পর্বে হলেও এবারই প্রথম ২ দিন করে বিরতিহীনভাবে দুই পর্বে বিশ্ব ইজতেমা হবে। প্রথম পর্বে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

১৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আখেরি মোনাজাতে অংশ নিয়ে প্রথম পর্বে আগত মুসল্লিরা রাতের মধ্যে ময়দান ত্যাগ করবেন। পরে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভীপন্থী মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারী মুসল্লিরা আগামী ১৭ ফেব্রুয়ারি রোববার বাদ ফজর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন।

১৮ ফেব্রুয়ারি মধ্যাহ্নের পূর্বে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব এবারের বিশ্ব ইজতেমা। প্রতি পর্ব ইজতেমা কার্যক্রম শেষে জিম্মাদাররা ময়দানের দায়িত্ব প্রশাসনের কাছে বুঝিয়ে দেবেন।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া