দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ৩৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার

ই- বার্তা।।  দিনাজপুরের হিলি সীমান্তের নন্দিপুর এলাকা থেকে নিষিদ্ধ ৩৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে  ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলী জানান , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে হিলির মংলা সীমান্তের নন্দিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ফেনসিডিলগুলোর দাম ১ লাখ ৫২ হাজার ৮০০ টাকা। ফেনসিডিলগুলো ধ্বংস করতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে, বলেও জানান তিনি।

 

ই- বার্তা/ এ এস