দুর্বৃত্তের ছুরিকাঘাতে কারখানা শ্রমিকের মৃত্যু

ই- বার্তা ডেস্ক।।   তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৫মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লা হলের সামনে এ ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে সে মারা যায়।

নিহত কারখানা শ্রমিকের নাম আরিফ হোসেন (১৫)। সে কিশোরগঞ্জ ভৈরব উপজেলার হেলাল মিয়ার ছেলে। সে পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোডে শুক্কু মিয়ার গলিতে থাকতো। সেখানেই একটি জুতার কারখানায় কাজ করতো বলে জানা গেছে।

এই বিষয়ে তার বড়ভাই আওলাদ হোসেন জানান, বিকেলে হাইকোর্ট মাঠে ক্রিকেট খেলতে গেছিল আরিফ ও তার কয়েকজন বন্ধু। সেখান থেকে শহিদুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে তারা বাসায় ফিরছিল।

এসময় বিপরীত দিক থেকে আসা ১০ থেকে ১২ জন যুবকেরর মধ্যে একজন আরিফের পায়ে লাথি দেয়। আরিফ এর প্রতিবাদ করলে প্রথমে তাকে মারধর করে। পরে তারা আরিফের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম