দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুকঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন যে, বন্যা, সাইক্লোন, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক।

আজ বৃহস্পতিবার সকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুর্যোগ মোকাবেলায় সমন্বয় কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের (আরসিজি) সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আমরা এসব দুর্যোগ প্রতিরোধ করতে পারবো না। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো। এ জন্য বিশ্বের বিশেষ করে পাশ্ববর্তী দেশগুলোর সহযোগিতা অত্যান্ত জরুরি। তাদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে।

বিভিন্ন দেশ ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনে ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম