দেশের সব নদী এবং নৌপথ ড্রেজিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-বার্তা ডেস্ক।।  বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস ২০১৯ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব নদী ড্রেজিং ও নৌপথগুলো চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী অপচয় রোধ করে পানির সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, শুকনা মৌসুমি আমাদের যাতে পানি থাকে তাই আমাদের সমস্ত নৌপথ গুলো ড্রেজিং করা।  এবং নৌ পথ গুলো আবার চালু করা।

এছাড়া এই সময়ে প্রধানমন্ত্রী বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা নিয়ে বলেন, সাগরে জাহাজ যায় বর্জ্য ফেলে।  আবার অনেক সময় নদীতেও বর্জ্য ফেলে।  তাই আমি অনুরোধ করব যাতে নদীতে বর্জ্য না ফেলে।  নদী দূষণ রক্ষার্থে সচেতন হতে হবে।

আমরা এর মধ্যেই জলবায়ু রক্ষার্থে বৃক্ষ রোপনের দিকে গুরুত্ব দিচ্ছি।  নদীতে বিভিন্ন জায়গায় বালু মহল আছে, কিন্তু কয়েক বছর ধরে বালু মহল একই জায়গায় থাকায় ওই জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়।

বিশ্বে অনেক দেশ রয়েছে যেখানে পানির অভাব রয়েছে।  তাই আমাদের দেশে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।  সেজন্য আমাদের দেশের নদী গুলোকে রক্ষা করতে হবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু