দেশে ফিরেই রাজনীতিতে প্রিয়াংকা!

ই-বার্তা ডেস্ক।।   ভারতের জাতীয় নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। এখন থেকেই দিল্লির মসনদে বসার স্বপ্নে বিভোর কংগ্রেস ৷ তাই বিদেশ থেকে ফিরেই তড়িঘড়ি করে দলের সভাপতির সঙ্গে বৈঠক সারলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ৷ 

উত্তরপ্রদেশে দলের অবস্থা ফেরাতে কী পদক্ষেপ হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয় বৈঠকে ৷

উপস্থিত ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত দলের অপর সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও৷

অনেকেই মনে করেন, দাদি ইন্দিরার ছায়া রয়েছে প্রিয়াংকার মধ্যে৷ তাকে রাজনীতির ময়দানে নামালে দিন বদলাবে কংগ্রেসের।

আর তাই লোকসভা ভোটের প্রাক্কালকেই বোনের রাজনীতিতে আত্মপ্রকাশের সেরা মঞ্চ হিসাবে বেছে নেন বড় ভাই অর্থাৎ তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মাত্র ৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস৷ অবস্থার আরও অবণতি হয় ১৭ সালে বিধানসভার নির্বাচনে৷ বিধানসভায় পূর্ব উত্তরপ্রদেশ এলাকা থেকে মাত্র দুটি আসন জিতেছে৷ অবস্থা পরিবর্তনের আশা করছেন প্রিয়াংকাও৷

ই-বার্তা/ শফিকুল ইসলাম