দৌলতদিয়া-পাটুরিয়াতে স্বাভাবিক নৌযান চলাচল

ই-বার্তা ডেস্ক।। এগারো দফা দাবি আদায়ের লক্ষে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা সারাদেশের লাগাতার কর্মসূচিতে প্রভাব পড়েনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

শনিবার (৩০ নভেম্বর) ভোর থেকেই স্বাভাবিক রয়েছে এই নৌরুটের সকল নৌযান চলাচল। প্রতিদিনের মতো আজও উভয় প্রান্ত থেকে লঞ্চ-ফেরি, যাত্রী ও যানবাহন পারাপার করছে।

ভোর থেকেই স্বাভাবিক রয়েছে এই নৌরুটের সকল লঞ্চ-ফেরি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, এখানে কোনো ধর্মঘট নেই। সকল শ্রমিকেরা স্বাভাবিক ভাবেই কাজ করছে। এই নৌরুটে আজ শনিবার সকাল থেকেই ১৫টি ফেরি নিয়মিত চলাচল করছে এবং নদী পারের জন্য আসা যাত্রীবাহী বাসও পণ্যবাহী ট্রাকগুলো নদী পার করছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী বলেন, স্থানীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা কর্মবিরতি এখানে পালন করা হচ্ছেনা। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নদী পারের জন্য বর্তমানে ২২টি ফেরি নিয়মিত চলাচল করছে।