নতুনদের জায়গা করে দিতে এটাই আমার শেষ মেয়াদঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুনদের হাতে দায়িত্ব তুলে দিতে চাই।  আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এটি প্রধানমন্ত্রী হিসেবে আমার শেষ মেয়াদ।  তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। 

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ।  ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।  ডয়েচে ভেলের তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি বর্তমানে চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু এবারই শেষবার।  তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না। তিনি মনে করেন, নতুনদের সুযোগ পাওয়া উচিত।  সাক্ষাৎকারে মত প্রকাশের স্বাধীনতার বিষয়েও তার অবস্থান জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল।  তিনি তা নিশ্চিতে পদক্ষেপও নিয়েছেন।  বাংলাদেশ বহু বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।  তখন দেশে একটিমাত্র টেলিভিশন চ্যানেল চলত, যা ছিল রাষ্ট্রনিয়ন্ত্রিত।  ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তিনি বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল চালুর অনুমতি দেন, যা মত প্রকাশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে গতকাল বিকালে জার্মানির মিউনিখে পৌঁছেছেন।  টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।  প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।  বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি গতকাল সকাল ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে যাত্রা করে।  ১৭ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী মিউনিখ থেকে আবুধাবিতে পৌঁছাবেন।  ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু