নতুন করে ৩জন করোনায় আক্রান্ত, মোট ১৭

ই-বার্তা ডেস্ক ।।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও তিন জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি জানান, নতুন তিন জনের মধ্যে একজন নারী, দুই জন পুরুষ। তারা তিন জন একই পরিবারের সদস্য। আক্রান্ত নারীর বয়স ২২ বছর, দুই পুরুষের একজন ৩২ ও অপরজনের বয়স ৬৫ বছর। ইতালিফেরত এক আত্মীয়ের মাধ্যমে তারা তিন জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে যারা থাকবেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।’

তিনি বলেন, ‘ইতালি, ইরান ও স্পেনে আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে যাচ্ছে। ইউরোপ এখনও দুর্যোগপূর্ণ এলাকা।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা আজকের তিনজনসহ ১৭ জন। আইসোলেশনে আছেন ১৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪২ জন।’